বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে প্রতিমা ভাংচুর । এক মাতাল গ্রেফতার

Policeঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর (কাচারী) গ্রামে মদ্যপান করে দূর্গি প্রতিমা ভাংচুর করেছে। জানাগেছে, গত বুধবার রাতে ১১ টায় ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর কাচারী গ্রামে সপ্তমী পূজার আরতি চলাকালীন মদ্যপান অবস্থায় বিরাহিমপুর গ্রামের মোঃ আহম্মেদ আলীর পুত্র, মোঃ হাফেজ (৩০) মন্দিরের ভিতরে প্রবেশ করে দূর্গা প্রতিমা ভাংচুর করে। আরতি দেখদে আসা নারী পুরুষেরা ভয়ে ছুটা ছুটি করতে থাকে। স্থানীয় জনতা হাফেজ কে গ্রেফতার করে পুলিশের নিকট সের্পদ করে। ঘটনার সময় মন্দিরে কোন পুলিশ উপস্থিত ছিলেন না। ঘটনার পরেই ঘোড়াঘাট উপজেরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাফে খন্দকার সাহানশা ও থানা অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ ইমরুল কায়েস মন্দির পরির্দশন করেছেন।

Spread the love