
প্রেস বিজ্ঞপ্তিঃ দিনাজপুর জেলা তথ্য অফিস ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দিন বদলের সনদঃ ভিশন-২০২১ এবং বর্তমান সরকারের সাফল্য’ শীর্ষক আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোখছানা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হামিদুল হক, উপপরিচালক, স্থানীয় সরকার, দিনাজপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রম্নশিনা সরেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরহাদ ইমরম্নল কায়েস ও বুলাকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন প্রধান। অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে মূল বক্তব্য প্রদান করেন দিনাজপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
প্রধান অতিথি বলেন, দিন বদলের অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান সরকার তার পূর্ববর্তী মেয়াদে এবং চলমান মেয়াদের এপর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিশেষ করে কৃষি, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, সন্ত্রাস-জঙ্গীবাদ দমনসহ নানা ইস্যুতে বর্তমান সরকার অত্যমত্ম সফল হয়েছে। এছাড়া নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, শিশু ও নারী উন্নয়ন,কর্মসংস্থান, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, মৎস্য চাষ, বৃক্ষরোপন, মাদক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ প্রভৃতি সামাজিক ইস্যুতে সরকার তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং বর্তমানে সরকারের নানা উন্নয়নমূলক কর্মকা- চলমান রয়েছে। তবে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমত্মর্জাতিক পরিমন্ডলে নিজেদের অসিত্মত্ব টিকিয়ে রাখতে হলে আমাদেরকে তথ্য প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি দিন বদলের স্বপ্ন বাসত্মবায়নে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মান ও সামাজিক বৈষম্য নিরসনের উপর গুরম্নত্ব আরোপ করেন।
আলোচনা সভার শেষে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুপুর ০১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ‘দিন বদলের সনদঃ ভিশন-২০২১ এবং বর্তমান সরকারের সাফল্য’ বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্যের চিত্র তুলে ধরে সাংবাদিকদের ব্রিফিং করেন সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং ঘোড়াঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোখছানা বেগম। পেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান বর্তমান সরকারের সময়ে ঘোড়াঘাট উপজেলায় নানা উন্নয়নমূলক কর্মকান্ড বাসত্মবায়িত হয়েছে। এ উপজেলায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩,৭২,০০,০০০/- টাকা ব্যায়ে ১১টি ভবন নির্মাণ ও সংস্কার করা হয়েছে। বিদ্যালয় বিহীন এলাকায় ০২টি নতুন বিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং ৩১টি প্রাথমিক বিদ্যালয় ও ১০১জন শিক্ষককে জাতীয়করণ করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে এবং ১২টি কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করত স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। ৩৬৭.০০ লক্ষ টাকা ব্যায় ৭.৮৭ কিঃমিঃ রাস্তা পাকা করন এবং সংস্কার করা হয়েছে। ‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্পের আওতায় ৩৮৪ জন উপকার ভোগীর মাঝে ২৮.০০ লক্ষ টাকার সম্পদ হস্তান্তর ও বিতরণ করা হয়েছে। ৪৩৬ জন দরিদ্র মাকে ১৭,৮৯,২০০/- টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। কৃষি উন্নয়নের জন্য ৯,৪৪৫জন কৃষকের মাঝে ৭৮,৭৩,৫১৪/- টাকা সার ভর্তুকি দেয়া হয়েছে। ১,৮৩,০০০/- টাকা ব্যায়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করা হচ্ছে এবং ৫৮জন বীর মুক্তিযোদ্ধাকে ৫,০০০/- টাকা মাসিক হারে সম্মানীভাতা প্রদান করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ২,৪৫৩ জনকে বয়স্ক ভাতা, ৩৪৭ জনকে প্রতিবন্ধীভাতা, ১,২৮৭ জনকে বিধবা ভাতা প্রদান করা হচ্ছে। ভূমিহীন ৪০২ টি পরিবারে মাঝে ৪১.৫৩৫ একর খাস জমি বন্দোবসত্ম দেয়া হয়েছে। এছাড়া ৫০টি পরিবারের মাঝে ৬৩,৮১,৫০০/- টাকা ব্যায়ে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় একটি করে বাড়ি প্রদান করা হয়েছে।.প্রেস ব্রিফিংয়ে ঘোড়াঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আলোচনা সভার পূর্বে সকাল ১০ টায় উপপরিচালক স্থানীয় সরকার মোঃ হামিদুল হক এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী ঘোড়াঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ নানা শ্রেণী-পেশার লোক অংশগ্রহণ করেন। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকা–র উপর উপজেলা সদর ও সংলগ্ন এলাকায় দিনব্যাপী কথামালা প্রচার করা হয়।