শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের শপথ গ্রহন

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের শপথ গ্রহন এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের রাজশাহী ও রংপুর অঞ্চলের পরিচালক আলী ফেরদৌস খোকন। এসময় নতুন কমিটিকে শপথ পড়ান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান বিচারপতি শিকদার মকবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের মহাসচিব এস এম সাইফুল রেজা। বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি ইমরুল কায়েস ফারহাদসহ অনেকে। শেষে ঘোড়াঘাট শাখার কার্যালয় উদ্বোধন করা হয়।

Spread the love