
মোঃ ফরিদুল ইসলাম,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বাস্তবায়নে ইউএসএআইডি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ এর সহযোগীতায় ঘোড়াঘাট উপজেলায় সৌহর্দ II কর্মসূচির অফিস হলরুমে গত ৩০ নভেম্বর বায়ারগ্রুপের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন রিক এর প্রোগ্রাম আফিসার অশোক কুমার সরকার । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বেলালা উদ্দিন,বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ রংপুর অঞ্চল টেকনিক্যাল অফিসার পারুল রানী, ফিল্ড অফিসার তাজমিলুর রহমান ইদি । সাংবাদিক ফরিদুল ইসলাম, আল আমিন সরকার, আব্দুর রশিদ সরকার প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার এ,কে,এম এনামুল করিম।