সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

মোঃ আজহারুল ইসলাম সাথী  ঘোড়াঘাট, দিনাজপুর

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ডুগডুগী হাট (পুড়ইল) উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে । এ ব্যাপারে ডুগডুগী হাট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল ওহাব মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ  দাখিল করেছেন । তিনি ওই অভিযোগ পত্রে উল্লেখ করেন ডুগডুগী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী গোপনে এলাকার কয়েকজন প্রভাবশালীর যোগসাজসে মনগড়া পকেট কমিটি গঠনে ষড়যন্তে লিপ্ত রয়েছেন। তিনি আরোও জানান , প্রধান শিক্ষক আশরাফ আলী ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক প্রচারনা করে বিদ্যালয় সরকারী ছুটি হওয়ায় এ সুযোগে গোপনে একই পরিবারের চার জনকে অভিভাবক সদস্য দেখিয়ে প্রিজাইডিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন । কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় ওই চার জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন । ডুগডুগীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী দাতা সদস্যের অভিযোগ অস্বীকার করে বলেন, অভিভাবক সদস্য ভোটার তালিকা  চুড়ান্ত করার পূর্বে ছাত্র ছাত্রীদের জানানো হয়েছে। ডুগডুগীহাটসহ বিভিন্ন স্থানে পোষ্টারের প্রচার  করা হয়েছে। সরকারী বিধি মোতাবেক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ডুগডুগীহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমি সুপারভাইজার ধীরাজ সরকার জানান, বিধি অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে এবং  মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ পর্যন্ত চার জন অভিভাবক সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

Spread the love