বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে মদ ও ফেন্সিডিলসহ গ্রেফতার-৪

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ডিএসবি পুলিশের স্বক্ষতা রেখে মাদক সম্রাট মামুন ফেন্সিডিলের ব্যবসা করে আসা এক পর্যায়ে পুলিশ কর্তৃক ১শ বোতল ফেন্সিডিল ও দামী মদসহ ৪জনকে গ্রেফতার করেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েসের নেতৃত্বে থানা মুন্সি সাইফুল ইসলাম ও এএসআই জাহিদের অভিযানে থানার পৌরসভা অফিসের সামনে এপাসি মোটর সাইকেল যোগে ১শ বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় মাদক সম্রাট মামুন ও আলীমকে আটক করে।

আটককৃত মাদক সম্রাট দক্ষিন দেবীপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র মামুনুর রশিদ (৩৫) ও একই গ্রামের হাসান আলীর পুত্র আব্দুল আলীমকে (৩০) গ্রেফতার করে। মাদক সম্রাট মামুনের মুঠো ফোনের ডায়াল কলে ডিএসবি পুলিশ সোহেলের ৩/৪ বার কথা-কথন হয়েছে। ফুলবাড়ি সার্কেলের এএসপি বিষয়টি নিশ্চিত হয়েছেন। অপর দিকে ভোরে পুলিশের অভিযানে বটতলা নামক স্থানে এসআই জাহিদ ও এএসআই আসাদ সঙ্গীয় ফর্সসহ ২জনকে আটক করে। তাদের কাছে থাকা ২৫ বোতল এইড পিএম, ২২ বোতল ম্যাজিক মোমেন্ট ও ১৪ বোতল বুলু লেগুন ভারতীয় দামী মদ উদ্ধার করেন। আটককৃত ২জন নবাবগঞ্জ উপজেলার বুরুক হরিনা গ্রামের আব্দুর রহমানের পুত্র আহসান হাবিব (৩০) ও একই গ্রামের মৃত- ইয়াকুব আলীর পুত্র আইয়ুব আলী (২৮)। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে।

Spread the love