শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে শারদীয় দূর্গা পূজা ও ঈদুল আযহা উপলক্ষে মতবিনিময়

মো: মাহাবুর রহমান : ঘোড়াঘাট থানা চত্বরে প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গা পূজা ও ঈদুল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশের ওপেন হাউজ-ডে ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডের মতবিনিময় সভায় শারদীয় দুর্গা পূজা ও ঈদুল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলার উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফুলবাড়ী সার্কেলের এ,এস,সিপ সুশান্ত কুমার সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি ও বুলাকিপুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল আলম সরকার (মাষ্টার),উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধীর কুমার সরকার, উপজেলা দূর্নীতি কমিটির সভাপতি আজাহার আলী, সাবেক এ,এস,পি বরজাহান মিয়া, উপজেলা ওসি ইন্সপেক্টর তদন্ত সরেস চন্দ্র, যুবলীগের সাধারন সম্পাদক এস,এম রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক স্বরুপ কুমার সাহা প্রমুখ।

Spread the love