সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র অসুস্থ্য

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুর ঘোড়াঘাটে শিক্ষকের বেত্রাঘাতে ৫ম শ্রেণীর এক ছাত্র অসুস্থ্য হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দাখিল হয়েছে। জানা গেছে, গত সোমবার বেলা ১২টার দিকে উপজেলার নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন মোশারফ হোসেন নামের এক শিক্ষক ৫ম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান (১৩) কে ওই শিক্ষকের কথামত পরীক্ষায় না লেখায় বেত্রাঘাত শুরু করেন। এক পর্যায়ে ছাত্রটি পড়ে গেলে তার পরিবারের লোকজন সংবাদ পেয়ে স্কুলে গিয়ে তাকে বাড়ী নিয়ে আসে। এ ঘটনায় মিজানুরের মা ছানোয়ারা বেগম মঙ্গলবার বাদী হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে ওই শিক্ষকের নির্মমতার অভিযোগ এনে একটি অভিযোগ পত্র দাখিল করেছে। অভিযোগকারী ছানোয়ারা বেগম জানান, ইতিপূর্বে একই শিক্ষক তার সন্তানকে থাপ্পর মেরে একটি কানের ক্ষতি করেছে।