বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে সাংবাদিক কল্যান ট্রাষ্টের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মোঃ ফরিদুল ইসলাম ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সাংবাদিক কল্যান ট্রাষ্টের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন। জানা যায় গতকাল ১১/০৩/২০১৫ ইং তারিখে রোজ বুধবার দুপুর ১টায় আলিফ কম্পিউটার কার্যালয়ে ঘোড়াঘাট উপজেলার প্রায় ২৫জন সাংবাদিক এক আলোচনায় সভায় উপস্থিত হয়ে নিজ নিজ মতামত ও বক্তব্য প্রদান করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সৈয়দ মোঃ আনোয়ারুল হক শিল্পী। আলোচনা শেষে ঘোড়াঘাট সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের কমিটি গঠন করা হয়। উক্ত সাংবাদিক কল্যান ট্রাষ্ট পরিচালনা কমিটি গুরুদায়িত্বে যারা নিয়োজিত হয়েছেন তারা হলেন- সভাপতি হিসেবে মোঃ শহিদুল ইসলাম আকাশ, সহ সভাপতি মোঃ মজিবর রহমান ও মোঃ তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ ও রুহুল কুদ্দুস মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইফতেখার আহমেদ খান বাবু, প্রচার সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আতিকুজ্জামান রাখু, কোষাধ্য মোঃ কাজী নাছির মঈদ, ক্রীড়া সম্পাদক মোফাজ্জল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা আক্তার মনোরঞ্জন মহন্তসহ মোট ২১ জন সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরিশেষে ঘোড়াঘাট সাংবাদিক কল্যান ট্রাষ্টের নব নিয়োজিত সভাপতি শহিদুল ইসলাম আকাশ সাংবাদিকের নেতৃত্বে সাংবাদিকদের উপরে জুলুম নির্যাতন, মিথ্যা মামলার হয়রানীসহ নানা বিষয় বন্ধের দাবীতে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।