
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট, দিনাজপুর ঃ
দিনাজপুর ঘোড়াঘাটে ৪৫ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসায় গ্রীস্মকালীন ক্রীড়প্রতিযোগীতা-২০১৬ ইং উৎযাপনে প্রস্তত্রিমূলক সভা বুধবার দুপুর ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিস আয়োজনে উপজেলা অডিটিরিয়াম হল রুমে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রোখছানা বেগমের সভাপতিত্বে আলোচানা সভা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চেীধুরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যা রসিনা সরেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা একাডেমি সুপার ভাইজার শ্রী ধীরাজ সরকার, বলাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনছার আলী খন্দকার, হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজার রহমান, ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল ইসলাম, ছয়ঘট্টি মাদ্রাসার সুপার মোঃ আলতাব হোসেন, ওসমান পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম সাবু প্রমুখ। শিক্ষার মানউন্নয়নে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিষদ কর্তৃক ২০১৫-২০১৬ আর্থ বছরে রাজস্ব বাজেটের তহবিল থেকে বেঞ্চ বিতরন করা হয়েছে।