শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে স্থানীয় সরকার কর্তৃক নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

দিনাজপুর প্রতিনিধিঃ

গতকাল বুধবার সকাল ১১টায় ঘোড়াঘাটে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার কর্তৃক উপজেলা গর্ভান্যান্স প্রজেক্ট এর আওতায় নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপজেলা ভাইচ চেয়ারম্যান রশ্মিনা সরেনের সভাপতিত্বে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান, বিশেষ অতিথি ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ ইমরুল কায়েস ফরহাদ ও ডাক্তার দীপা আক্তার, অন্যান্যদের মধ্যে, নারী উন্নয়নের ফোরামের চামেলী বেগম এবং সাংবাদিক সামসুল ইসলাম সামু ও জিল্লুর রহমান প্রমূখ। সভায় ভাইচ চেয়ারম্যান রশ্মিনা সরেনকে সভাপতি ও চামেলী বেগমকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট নারী উন্নয়ন ফোরাম কমিটি গঠন করা হয়েছে।