ঘোড়াঘাট প্রতিনিধি ॥ দিনাজপুরের ঘোড়াঘাট নুরজাহানপুুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আব্দুল করিম (৩৫) নিহত হয়েছে।
জানা যায়, গতকাল রোববার বিকেল ৫ ঘটিকার সময় ঘোড়াঘাট পৌর সদরে জোলাপাড়া গ্রামের আব্দুল করিম ও তার সহযোগীসহ মোটর সাইকেল যোগে রানীগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় নুরজাহানপুর নামক স্থানে পৌছিলে দিনাজপুরগামী অজ্ঞাতনামা মালবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ২ জন মোটর সাইকেল আরোহীকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আব্দুল করিমের মৃত্যু হয়, অপর একজন চিকিৎসাধীন রয়েছে।