শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে হিন্দু পরিবারের জমি জবর দখল মারপিটে ১ মহিলা আহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে মারপিট সহ বাড়ি ঘর ভাংচুর করে এক হিন্দু পরিবারের ১ একর ৫০ শতক জমি জবর দখল করে নিয়েছে প্রতিপক্ষরা। প্রতিপক্ষের মারপিটে সুমতি রানী (৩৫) নামের এক মহিলা আহত হয়ে স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, ঘোড়াঘাট পৌরসভাধীন সাহেবগঞ্জ এলাকার শ্রী নেপাল চন্দ্র মহন্ত গত ২০০১ সালে শ্রী রঞ্জিত বাস্কির নিকট থেকে সাহেবগঞ্জ মৌজার ১৫৫ খতিয়ান ভুক্ত ১৪ নং দাগে ১ একর ৫০ শতক জমি ক্রয় করে শ্রী নেপাল চন্দ্র মহন্ত ও তার ভাই বোন বাড়ি ঘর নির্মাণ করে দীর্ঘ ১৩ বছর যাবত বসবাস করে আসছে। গত বুধবার হঠাৎ করে ঘোড়াঘাট বাজার এলাকার প্রতিপক্ষ আঃ রশিদ, দেদারুল, মতিয়ার, বাবলু সহ বেশ কিছু লোকজন রাতের বেলায় নেপালের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর সহ মারপিট করে জবর দখল করে নেয়। মারপিটে সুমতি রানী (৩৫) নামের এক মহিলা আহত হয়। এ ব্যাপারে নেপাল ও তার পরিবার বিচারের জন্য প্রশাসন সহ বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরেও ভূমি দস্যুদের কবল থেকে জবর দখলকৃত জমি দখলমুক্ত করতে পারছে না। হিন্দু পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

Spread the love