দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের্ঘোড়াঘাট থানা পুলিশ নৈশ্য কোচ থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ আজিজুল (২৬) নামের এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদ ভিত্তিতে ঘোড়াঘাট থানার এস আই কল্যাণ চন্দ্রের নেতৃত্বে্ এ এস আই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াঘাট
খেতাব মোড় পুলিশ চেক পোষ্টে হানিফ ইন্টার প্রাইজ নং ঢাকা মেট্রো- ব-১৪-৭১৭৩ আটক করে ১২০ বোতল ফেন্সিডিল সহ আজিজুল হককে (২৬) গ্রেফতার করে। আজিজুল হক নবাবগঞ্জ উপজেলার নয় নগর গ্রামের মনোয়ার হোসেনের পুত্র। গ্রেফতারকৃত আজিজুল হকের বিরম্নদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।