মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ২০ বোতল ফেনসিডিল সহ ৪ জন আটক

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট, দিনাজপুর

দিনাজপুর ওঘাড়াঘাটে ২০ বোতল ফেন্সিডিল সহ ৪ জন আটক সোমবার   সন্ধ্যায় উপজেলার মাইলা নদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এস,আই মামুন একটি ব্যাটারী চালিত ভ্যান তল¬াশী করে ২০ বোতল ফেনসিডিল সহ ৪জনকে আটক করে। আটককৃতরা হলো রংপুরের পীরগঞ্জ উপজেলার সুরানপুর গ্রামের বাচ্চা মিয়ার ছেলে সেকেন্দার আলী (৩৫), খলিল মিয়ার ছেলে শাহজাহান আলী (৩৬), মোজাম্মেল হকের ছেলে রমজান আলী (৩৭) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা বাজারের মহির উদ্দিনের ছেলে আলম মিয়া (৩২)। পুলিশ জানায়, তারা একটি চার্জার চালিত ভ্যান যোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কয়রাপুর গ্রাম থেকে পটল ভর্তি  ব্যাগের মধ্যে ফেনসিডিল নিয়ে রংপুরের পীরগঞ্জে যাচ্ছিলেন।