
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট, দিনাজপুর : দিনাজপুর ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার উদ্দ্যেগে রোববার দুপুর ১২ টায় ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত যাক’ সন্ত্রাস জঙ্গিবাদ,অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও এ-সোগান নিয়ে ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুর রহিম মিয়ার নেতৃত্বে একটি র্যালী ঘোড়াঘাট পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসার হল রুমে সভাপতি মোঃ আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা একাডেমি সুপার ভাইজার শ্রী ধীরাজ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল ইসলাম,ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলতাফ হোসেন সরকার, প্রধাস শিক্ষক আজগর আলী, সহকারী শিক্ষক হাসিফুর জামান, আশরাফুল ,মনজিলা আকতার, রাশেদা আকতার, রিতা বেগম।