
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি তাঁর দলের পক্ষ থেকে এই মনোনয়নপত্র দাখিল করবেন বলে দলীয় সুত্র জানায়।
আগামী ১৯ জুলাই যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ওই দিনই প্রতীক বরাদ্দের সিডিউল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ঘোড়াঘাট পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ১৯৭ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫৫২ ও মহিলা ভোটার ৮ হাজার ৬৪৫ জন। আগামী ৭ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।