চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় তেলবাহী একটি ওয়াগনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটায় চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে এ ঘটনায় ট্রেনের চালক উত্তম কুমার ভট্রচার্য ও দিদার হোসেনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড় ঘটনা তদন্তে রেলের বিভাগীর পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ফৌজদারহাট স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুদ্দোহা বলেন, মালবাহী ট্রেনটির চালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেনি। সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকারী দল বগিগুলো উদ্ধারের কাজ চালাচ্ছে।
প্রসঙ্গত তেলবাহী ওয়াগনটি চট্টগ্রাম বন্দর থেকে ফৌজদারহাট স্টেশনে যাচ্ছিল। ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ওয়াগনটি পৌঁছলে ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগি পাঁচটি ডাউন লাইনে পড়ায় উভয় লাইনে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
চট্টগ্রামে ৫ বগি লাইনচ্যুত : ট্রেন চলাচল বন্ধ
Please follow and like us: