বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চট্রগ্রামে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে গণ সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক জেলা প্রতিনিধি : চট্রগ্রামে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে প্রধান পৃষ্ঠপোষক নুরুল আনোয়ার চৌধুরীর গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার চট্টগ্রাম ডিসি হিল নজরুল মঞ্চে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার আয়োজনে উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেলার জেলা শাখার সভাপতি সুশান আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন। এছাড়াও মেলার জেলা শাখার সাধারণ সম্পাদক এম হোসেন রানা’র পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধুর শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জুয়েল বক্তব্য রাখেন। বক্তব্য শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অতিথিবৃন্দের আকৃষ্ট করে তোলে। উল্লেখ্য, নুরুল আনোয়ার চৌধুরী চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উক্ত গণসংবর্ধনার আয়োজন করে।

 

Spread the love