বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারের গতি কমতে শুরু করেছে, প্রচাঁদে নামার প্রক্রিয়া শুরু

চন্দ্রযান ৩

ভারতের চন্দ্রযান ৩ এখন স্বপ্ন সফলের পথে। শুক্রবার ইসরো জানিয়েছ, চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারের গতি কমানোর কৌশল সফল হয়েছে। এই কৌশলের মধ্য দিয়েই চাঁদে নামার প্রক্রিয়া শুরু করে দিল বিক্রম ল্যান্ডার। ইসরো যে পরিকল্পনা নিয়ে বিক্রমকে সুপার স্লো করতে চেয়েছিল, তা সফল হওয়ায় স্বপ্নপূরণে আশাবাদী বিজ্ঞানীরা।চন্দ্রযান ৩

চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার আগামী বুধবার চাঁদের পৃষ্ঠে পা রাখবে। তার আগে চন্দ্রযান ৩-এর জেট প্রপালশন মডিউলের থেকে বৃহস্পতিবারই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিক্রম ল্যান্ডার। তারপর শুক্রবার বিক্রম একটি মূল কৌশল সম্পাদন করল। এর ফলে স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে গেল তারা।

এদিন চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারটি তার প্রথম ডিবুস্টিং অপারেশন করেছে সফলভাবে। চাঁদের চারপাশে ঘোরার সময় উপবৃত্তাকার কক্ষপথে প্রবেশ করে এই প্রক্রিয়ায় গতিবেগ মন্থর হয়ে যায়। ইসরো জানিয়েছে, ল্যান্ডার মডিউল একেবারে সুস্থ ও সক্রিয় রয়েছে।

ল্যান্ডার বিক্রম বর্তমানে প্রথম ডিবুস্টিং অপারেশনের পর ১১৩ কিমিx১৫৭ কিমি কক্ষপথে রয়েছে। দ্বিতীয় ডিবুস্টিং অপারেশন হবে ২০ অগাস্ট। রাত দুটোয় সেই ডিবুস্টিং হবে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে টুইটার বার্তায় বা এক্স প্লাটফর্মে জানানো হয়েছে।

চাঁদের আকাশে বিক্রম পাক খেতে শুরু করেছে। এইভাবেই একটি ধাপ পেরিয়ে গিয়েছে। এভাবেই ২৩ অগাস্ট মাহেন্দ্রক্ষণের চাঁদের মাটি ছোঁয়ার। সেদিন চাঁদের মাটি থেকে ৩০ কিলোমিটার দূরত্বে থাকবে বিক্রম। তারপর ২০ মিনিটের অভিযানে নেমে আসবে চাঁদের মাটিতে। ওই ২০ মিনিটই ভাগ্য গড়ে দেবে ইসরোর চন্দ্রযান-৩ মিশনের।

চাঁদের মাটি থেকে যখন ৩০ কিমি দূরত্বে থাকবে বিক্রম ল্যান্ডার, তখন থেকে ডানা মেলে দেবে। সেই ডানার উপর ভর করেই পাখির মতো নেমে আসবে চাঁদের মাটিতে। প্রজ্ঞান রোভারকে নিয়ে বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে কখন সফল অবতরণ করে তার জন্য প্রহর গোনা শুরু হয়েছে।

ভারত কি চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাসে নাম লেখাতে পারবে, গড়তে পারবে আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশয়ান নামারো কৃতিত্বের অধিকারী, তা বলে দেবে শেষ ২০ মিনিট। বিক্রম চাঁদে সফট ল্যান্ডিংয়ে সফল হলেই চাঁদের বুকে নিজেদের ভারতের নাম খোদাই হবে।

ইসরোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২৩ অগাস্ট বিক্রম যখন চাঁদে নামবে, তখন ল্যান্ডারের গতি কমিয়ে আনা হবে ৩ মিটার প্রতি সেকেন্ডে। অর্থাৎ ল্যান্ডারের গতিবেগ হবে ঘণ্টায় ১০ কিলোমটারের একটু বেশি। অবতরণের এই প্রক্রিয়াটাই সবথেকে কঠিন বলে জানিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথ।

সূত্র: চন্দ্রযান ৩

Spread the love