দিনাজপুর প্রতিনিধিঃ চিরিরবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক করতোয়া এবং রংপুর থেকে প্রকাশিত দৈনিক মায়াবাজার পত্রিকার খানসামা প্রতিনিধি মোঃ মকবুল হোসেন (৫৫) গত রবিবার রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। গত সোমবার সকাল সাড়ে ১১টায় দাফন সম্পন্ন করা হয়েছে।
খানসামা উপজেলার গোয়ালদিঘী ইউনিয়নের ময়দানপাড়া ঈদগাদ মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন ও গুনগ্রাহী ব্যক্তিবর্গ রেখে গেছেন। তার মৃত্যুতে চিরিরবন্দর, খানসামা, বীরগঞ্জ, সৈয়দপুর ও নীলফামারীর সাংবাদিকগন ছাড়াও গোয়ালদিঘী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, নশরতপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী নয়নসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষকবৃন্দ জানাযায় উপস্থিত হয়ে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।