প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের দেশ অর্থনৈতিক গতিতে বিশ্বের মধ্যে ৪র্থ। এদেশের নিজের পায়ে দাঁড়ানোর অনেক সুযোগ আছে। এখানে দুর্নীতি চাঁদাবাজি করার কোন প্রয়োজন নেই। তিনি বলেন, ডিজিটাল সেন্টারে ছেলে মেয়েরা তাদের মেধা খাটিয়ে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছে। তোমরা ভালো ভাবে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও। এতে তোমাদের চাঁদাবাজি করতে হবে না। ছাত্রলীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, এমন কোন কাজ করবে না যাতে ছাত্রলীগের বদনাম হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ছাত্রলীগের সভাপতি এইএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলে আলম উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সজীব ওয়াজেদ জয় আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল রেডিসনে সুশাসন সংক্রান্ত এক অনুষ্ঠানেও বক্তৃতা করবেন। পাশাপাশি আগামী শনিবার সকাল ১০টায় তিনি হোটেল রেডিসনে ‘তরুণ বাংলা’ শীর্ষক এক কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানা গেছে।