
চাঁদা না পেয়ে দুবৃত্তরা বিরামপুরের এক আওয়ামীলীগ নেতার দোকান ও বাড়ীঘর ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে, গত ৬ জুন শুক্রবার রাত্রি ৩ টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজার সংলগ্ন প্রভাষক মোজাম্মেল হকের দোকান ও বাড়ীতে । সে কাটলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছে। প্রভাষক মোজাম্মেল হক জানান,
লতিফুর, শফিকুল, মিজানুর, রৌফ, আ: আজিত, বকুল ও সিরাজুল নামে স্থানীয় কয়েকজন ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। সে ও তার ভাই মনজের আলী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুবৃত্তরা এ ঘটনা ঘটায়। বাজারের নৈশ্য প্রহরী জব্বার হোসেন বলেন, ঘটনার সময় বাঁধা দিতে গেলে তাকে দুবৃত্তরা ভয়-ভীতি দেখায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।