শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁদে এলিয়েনের হাতে ধর্ষণের শিকার আমেরিকান নারী!

সংবাদপত্র বা টেলিভিশন খুললে নিয়মিতই ধর্ষণের কথা জানা যায়৷ থানাতেও প্রায়ই ধর্ষণের অভিযোগ করতে আসেন ধর্ষণের শিকার নারী অথবা তার পরিবার। কিন্তু কোনও নারীকে এমন অভিযোগ আনতে কি কেউ শুনেছেন যে, তিনি এক এলিয়েনের দ্বারা ধর্ষিত হয়েছেন? পৃথিবীতে নয়, তাও আবার চাঁদের মাটিতে!
শুনে অবাক হতে পারেন৷ অবাক হাসিও হাসতে পারেন৷ কিন্তু সত্যিই এমনটা দাবি করেছেন বিমান বাহিনীর সাবেক এক কর্মী।
নিয়ারা তেরেলা ইসলে। আমেরিকার সাবেক সেনা-কর্মী ইসলে বিশ্বের প্রথম নারী, যিনি অভিযোগ করেছেন, খানিকটা সরীসৃপ আকারের একটি ভিনগ্রহের প্রাণী তাকে একাধিকবার ধর্ষণ করেছে। তাও আবার চাঁদের মাটিতে!
২৫ বছর বয়সে নেভাদায় রেডার ট্র্যাকিং অফিসার হিসেবে কাজ করার সময় নাকি তার সঙ্গে এই অভাবনীয় ঘটনাটি ঘটে।
ইসলের বর্ণনা অনুযায়ী, মানুষের মতো আকৃতি অথচ একটি লেজ রয়েছে। চোখ দু’টি হলুদ রঙের ৷ এমনই অদ্ভূত চেহারার প্রাণী তাকে চাঁদের এক প্রান্তে নিয়ে গিয়ে ইজ্জত লুট করে! তাকে মাদক জাতীয় কোনও দ্রব্য খাইয়ে দেয়া হয়েছিল বলে ঘটনাটি এখন স্পষ্ট মনে পড়েছে না বলে দাবি ইসলের। সেই কারণে তিনি সম্মোহনের মাধ্যমে ঘটনাটি মনে করার চেষ্টা করেন।
আর অভিযোগের পরই তোলপাড় বিশ্ব৷
সংবাদসূত্র : কে-২৪ নিউজ, ডেইলি মিরর