দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরস্থ বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ১ হাজার ৪১ জন বাংলাদেশী শ্রমিক ৫ দফা দাবীসহ চাকুরী স্থায়ীকরণের দাবিতে গতকাল বুধবার দুপুরে খনির অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে খনির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বড়পুকুরিয়া কয়লা খনির ডিজিএম (মাইনিং) জাফর সাদিক জানান, শ্রমিকদের চাকুরী স্থায়ী করনের বিষয়টি সম্পুর্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যাপার।
বড়পুকুরিয়া কয়লা খনির খনি ওয়াজেদ আলী জানান, গত ২০১৩ সালের জুলাই মাস থেকে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষ বার বার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের দাবির বিন্দু মাত্র বাস্তবায়ন করেন নাই।