শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চালক ও শ্রমিককে মারধরের জের দিনাজপুর-ঢাকা মহাসড়ক ২ঘন্টা অবরোধ

দিনাজপুর প্রতিনিধি : বাস চালককে মারধর করায় দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। ফলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে ঢাকা গামী নাইট কোচ গুলো দিনাজপুর ছেড়েছে।

 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

 

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাববী জানান, দিনাজপুরের বিরামপুরে সন্ধ্যা ৬ টার দিকে বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে টুম্পা পরিবহনের মালিক মোঃ কচির সাথে ইনসাফ এন্টার প্রাইজ নামে বাসের চালকের সাথে তর্ক বির্তক হয়। এক পর্যায়ে মালিক পক্ষের লোকজন চালক নুর আলম আকালু (২৯)ও বাস শ্রমিক দিলিপ (২৫) কে মারধর করে।

 

ঘটনার জের ধরে দিনাজপুর নিমনগর ফুলবাড়ী বাস ষ্ট্যান্ড শ্রমিকরা ফুলবাড়ী বাস ষ্ট্যান্ড এলাকায় রাসত্মার উপর এলোমেলো ভাবে বাস রেখে দিনাজপুর-ঢাকা মহা সড়ক অবরোধ করে। শ্রমিকরা এই ঘটনার সাথে জড়িত মালিকের শাস্তি দাবী করেছে।

 

 

 

কোতয়ালী থানার ওসি মোঃ আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সন্ধ্যা সাড়ে ৯টায় প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

Spread the love