
গুগল বাস প্রকল্প চালু করেছে বিশ্বসেরা এ প্রতিষ্ঠানটি। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সুইচ টিপে গুগল বাস বাংলাদেশ প্রজেক্ট শীর্ষক এ প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইন্টারনেট মানে শুধু ভিডিও গেম, চ্যাটিং, মিউজিক ভিডিও ডাউনলোড করা ও সময় নষ্ট করা নয়। এর মাধ্যমে যে দুনিয়াটাকে পাল্টে দেয়া যায় সেটা তুলে ধরবে এ গুগল বাস। ২০২১ সালের মধ্যে আরও ২১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টি মিডিয়া ক্লাস রুম তৈরি করা হবে বলেও জানান তিনি।
গুগল বাসটিতে আসনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে- এর প্রতিটি আসনের সামনেই থ্রিজি ইন্টারনেট সংযোগসংবলিত মনিটর ও সাউন্ড সিস্টেম বসানো রয়েছে। অডিও ও ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের বাসে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে। অনুষ্ঠানে জানানো হয়, ইন্টারনেট ব্যবহারের দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা যেন নিজ নিজ প্রচেষ্টায় ব্যবসা ও কোনো প্রকল্প তৈরি ও পরিচালনার কলাকৌশল জানতে পারেন সেজন্য গুগল এ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেটের ব্যবহার শেখানো হবে।
গুগল বাস এক বছর ধরে বাংলাদেশের ৩৫টি লোকেশনে গিয়ে ৫০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্নাতক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে। এ প্রসঙ্গে গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমার্জিং মার্কেটসের কান্ট্রি ম্যানেজার জেমস ম্যাকক্লুর বলেন, আমরা মনে করি উপযুক্ত প্রশিক্ষণ পেলে সমাজের উৎসাহী, উদ্যমী ও প্রাণচঞ্চল তরুণ শক্তিই একদিন ইন্টারনেটের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, বাংলাদেশ হলো এমন এক দেশ যেখানে সম্ভাবনাময় বিশাল তারুণ্যের শক্তি রয়েছে, যারা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে।