
বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কুমরপুর গ্রামের রিতু রায় হার্টের অসুখে ভুগছে। জানা গেছে তার হার্ট ফুটা হয়ে গেছে। ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অথবা দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
পিতা-ধনঞ্জয় রায়, মাতা-অরম্ননা রায় সল্প আয়ের হওয়ার কারনে রিতুর উন্নত চিকিৎসার খরচ বহন করতে পারছেনা।
রিতু বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ দ্যিালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী । শাখাঃ খ, রোল নং -৫২। বিদ্যালয়য়ের কোর্ড নং 7601 । EIIN No- 120033 । রিতু রায় এর চিকিৎসার্থে তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন । সাহার্য পাঠাবার ঠিকানা অরম্ননা রায়,হিসাব নং ৭২১১,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বীরগঞ্জ শাখা,দিনাজপুর। বিকাশ নং ০১৭৫৮১৬১৩১৭।