দিনাজপুর থেকে শামীম রেজা : প্রোতিথযশা চিত্র শিল্পী রনজিত দাস ঝন্টু হৃদ রোগে আক্রান্ত হয়ে সোমবার নিমতলা চিত্রকুঠির নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। সোমবার বিকেলে শহরের ফুলতলা শ্মশান ঘাটে তার শেষকৃত কার্য সম্পন্ন করা হয়। শেষকৃত কার্যে আত্মীয়-স্বজনসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি ঢাকার জয়া প্রচারনীর স্বাত্বাধিকারী ছিলেন। তার জন্ম হয়েছিল ৩ ফাল্গুন ১৩৪৫ বাংলা, ১৫ ফেব্রুয়ারী ১৯৩৯ সালে। ঢাকায় তিনি চিত্র জগতে ৩৩ বছর ধরে সুনামের সহিত কাজ করেছেন। তাঁর স্ত্রী স্বাধীনতা যুদ্ধে ইহলোক ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে নিমতলা মন্দির কমিটির সভাপতি অশেষ দত্ত ও সাধারণ সম্পাদক স্বরূপ কুমার বকসী বাচ্চু গভীর শোক প্রকাশ করে শোক সমত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।