সেলিনা রফিকুল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তিস্তা ক্যানেলে পানির দাবীতে কৃষকরা দীর্ঘ ৫ঘন্টা সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। এ অবরোধের ঘটনাটি গত ৩মার্চ সোমবার উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দেবীগঞ্জ নামক স্থানে হয়েছে। এ অবরোধ সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলে। চিরিরবন্দরে এখন চলছে ভরা ইরি-বোরো মৌসুম। এ ভরা মৌসুমে দিনাজপুরের ডিসি-৮ ক্যানেলের শাখা ক্যানেলে অর্থাৎ তিস্তা ক্যানেলে কোন পানি নেই। ফলে কৃষকরা ইরি-বোরো ক্ষেত নিয়ে মহা বিপাকে পড়েছেন। পানির অভাবে অনেক কৃষকের ক্ষেতের জমি ফেঁটে চৌচির হয়ে পড়েছে। তারা ইরি-বোরোর আবাদ বিঘ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। ফলে কৃষকরা পানির জন্যে দিশেহারা হয়ে পড়েছেন। তাই কৃষকরা তিস্তা ক্যানেলে পানির দাবিতে দীর্ঘ ৫ঘন্টা সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। অবরোধে সোনাপুকুর, চাকলা, বাঙ্গালপাড়া, দেউল, হাশিমপুর, ফতেজংপুর, পাইকারপাড়া, চক সন্যাসী, দেবীগঞ্জ, বেকীপুল, ডাঙ্গারহাট এলাকার অন্তত ৩ শতাধিক কৃষক অংশগ্রহণ করে। অবরোধের কারণে মহাসড়কের দু’ধারে দূরপাল্লার শ’ শ যানবাহন আটকা পড়ে। ফলে দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, বগুড়া, ঠাঁকুরগাও, পঞ্চগড়গামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম উধ্বতন কর্তৃপক্ষের নিকট আলোচনা সাপেক্ষে কৃষকদের ন্যায্য পানি প্রাপ্তি বিষয়ে আশস্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।