
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দূর্গাপূজা। এবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নে ১শ ৩৩টি পূজামন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজায়মন্ডবগুলোকে জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। মন্ডবগুলোতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মন্ডবগুলোতে প্রতিমার সাজ-সজ্জায়ও রয়েছে ভিন্নতা। প্রতিটি মন্ডবে ভিন্নতা ও দর্শণার্থীদের মনজয় করতে সামর্থানুযায়ী সাজানো হয়েছে। কোন কোন মন্ডবে নির্মাণ করা হয়েছে বিশাল বিশাল তোরণ ও প্যান্ডেল। আলোক সজ্জাতেও রয়েছে জাঁকজমকপূর্ণতা। প্রতিমার সাজ-সজ্জায় ব্যয় হয়েছে লক্ষ লক্ষ টাকা। এ বছর উপজেলার রাণীরবন্দরের দক্ষিণ নশরতপুর বেলতলী সার্বজনীন দূর্গামন্দির, আলোকডিহির গছাহার মাষ্টারপাড়া, তেঁতুলিয়ার ভূষিরবন্দর, পুনট্টির কুতুবডাঙ্গা পূজামন্ডবে দৃষ্টিনন্দন পূজার আয়োজন করা হয়েছে। মাষ্টারপাড়ার পূজামন্ডবে অন্তত সাড়ে ৩ থেকে ৪ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এ মন্ডবে প্রতিমা নির্মাণ করেন সুনামখ্যাত মালাকারদের একজন। তিনি হলেন উপজেলার বিন্যাকুড়ির দীনাবন্ধু রায়। তিনি তার সামর্থ ও মনের মাধুরী মিশিয়ে নির্মাণ করেন এ মন্ডবের প্রতিমা। এবার এ মন্ডবে ৮৮-তম দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ মন্ডবের সার্বিক তত্বাধান ও দেখভাল করছেন প্রবীণ শিক্ষক বাবু নন্দীশ্বর দাস, সত্য নারায়ণ দাস, দিলীপ অধিকারী, জ্ঞানেন্দ্র নাথ অধিকারী, ভবেশ রঞ্জন দাস, নন্দন কুমার দাস, ডা. অবিনাশ চন্দ্র দাসসহ অন্যান্যরা। প্রতিমা দর্শণার্থী সাধন কুমার দাস, বিনয় কুমার দাস, সুবোধ চন্দ্র রায়, কথিকা দাস, শ্যামলী রানী দাস, স্বপ্না রানী দাস জানান- বেশ ক’টি পূজামন্ডব ঘুরে প্রতিমা দর্শন করেছি। তৎমধ্যে গছাহার মাষ্টারপাড়ার পূজামন্ডবের প্রতিমা বেশ চমকপ্রদ ও চিত্তাকর্ষক হয়েছে। এখানে লোকের সমাগমও অনেক বেশি। এসব পূজামন্ডবে প্রতিমা দর্শনে দর্শণার্থীদের যেন ঢল নেমে এসেছে।