বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরের বেইলী ব্রীজটি এখন মরণ ফাঁদ, দেখার কেউ নেই?

Jhukipurno Birge Picসেলিনা রফিকুল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলার আমবাড়ি বেইলী ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত শ’ শ যানবাহন ও হাজার হাজার যাত্রী পারাপার হচ্ছে। যেন দেখার কেউ নেই? উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের আমবাড়ি নামক স্থানে ছোট যমুনা নদীতে ঢাকা-দিনাজপুর মহাসড়কের উপরে এই বেইলী ব্রীজটি। এ বেইলী ব্রীজটি পাক-শাসনামলে নির্মিত হয়। স্বাধীনতা যুদ্ধের সময় ব্রীজটিতে পাকসেনারা বোমা নিক্ষেপ করলে তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এছাড়াও বিগত ১৯৮৭ সালের বন্যায় ব্রীজটি ভেঙ্গে পড়ে। এতে ব্রীজটি আরো জরাজীর্ণ হয়ে পড়ে। সে সময় যানবাহন ও জনসাধারণের কথা চিন্তা করে এখানে নিমার্ণ করা হয় একটি বেইলী ব্রীজ। বর্তমানে ব্রীজটির অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে। তার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত শ’ শ ভারী যানবাহন ও হাজার হাজার যাত্রী পারাপার হচ্ছেন। ফলে এখানে যে কোন সময় ঘটতে পারে মারাত্নক ধরনের সড়ক দূর্ঘটনা। প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। ব্রীজটিতে দিনের বেলায় লাল কাপড় টানিয়ে এবং রাতে বাতি জ্বালিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক ক’জনের সঙ্গে কথা হলে তারা জানান, আমরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রীজ দিয়ে পারাপার হচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শ’ শ বিভিন্ন প্রকার ভারী যানবাহন। এ ব্যাপারে অভিজ্ঞমহল যানবাহনের কথা চিন্তা করে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট অতিসত্ত্বর এখানে একটি ব্রীজ নিমার্ণের দাবী জানান।

 

 

Spread the love