মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরের শীর্ষ সন্ত্রাসী সাদেক আলী (২৫) কে স্থানীয় জনতা একটি অটোবাইক ছিনতাই করার সময় আটক করে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশে সোর্র্পদ করার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনাটি গত ৩১ অক্টোবর শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টায় খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ণের খানসামা-রাণীরবন্দর সড়কের তেলীপাড়া নামক স্থানে ঘটেচে।্ এসময় সাদেক আলী (২৫) সহ আরো ৩জন একটি অটোবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় জনতা সাদেক আলীকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট সোর্পদ করে। পরে চেয়ারম্যান তাকে খানসামা থানা পুুলিশে সোর্পদ করে। খানসামা থানা পুলিশ তাকে রাতেই চিরিরবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটক সাদেক আলী চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্র্জ মো. আনিছুর রহমান জানান- তার নামে খুন, ধর্ষণ, নাশকতা, মাদকদ্রব্য, ছিনতাই, রাহাজানীর মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ১২টি মামলার ওয়ারেন্ট রয়েছে। চিরিরবন্দরের শীর্ষ সন্ত্রাসী সাদেক আলী আটক হওয়ায় স্থানীয় সাধারণ জনগণ মধ্যে ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
চিরিরবন্দরের শীর্ষ সন্ত্রাসী আটক, জনমনে স্বস্তি
Please follow and like us: