
দিনাজপুর প্রতিনিধি : চিরিরবন্দরে অজ্ঞাতনামা (৬০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। গত শুক্রবার সকালে থানা পুলিশ উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের বোর্ড স্কুল বাজার সর্দারপাড়া নামকস্থানে মোজাম্মেল হোসেনের পুকুরে এলাকাবাসী একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতাল প্রেরণ করে। মৃত ব্যক্তির শরীরে ছিল লাল রঙয়ের হাফহাতা গেঞ্জি, পড়নে ছিল সাদা ধূতি। মুখমন্ডল গোলাকার, মাথায় ছোট চুল ও খোঁচা খোঁচা দাড়ি ছিল। তার পায়ে ঘায়ের কাটা দাগ ছিল। অফিসার ইনচার্জ (তদন্ত) শম্ভুদাশ গুপ্ত সুমন জানান, মৃত ব্যক্তির ওয়ারিশ বের করার চেষ্টা চলছে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। উলেস্নখ্য যে, এলাকাবাসী গত দু’দিন ধরে ওইবাজারে পাগল বেশে তাকে ঘুরতে দেখেছেন। অনেকের দেয়া খাবার খেলেও তিনি কার সাথে কোন কথা বলেননি। এ ব্যাপারে থানায় ইউ ডি মামলা দায়ের হয়েছে।