
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃআওয়ামীলীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল দিনাজপুরের চিরিরবন্দরে আওয়ামীলীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। চিরিরবন্দর উপজেলা আওমীলীগ সভাপতি আইয়ুবুর রহমান শাহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ দিনাজপুর পলস্নী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য জেড এইচ মোহাম্মদ আলী শামীম, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত আওয়ামীলীগ চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী বক্তব্যে মন্ত্রী বলেন, ইতিপূর্বে বিএনপি ও জামাত সরকার ক্ষমতায় থেকে দেশকে তলাবিহীন ঝুড়িতে পনিত করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎসহ সারা দেশের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এ গতিকে আরো তরান্বিত করতে সবাইকে একযোগে কাজ করারও আহবান জানান। বক্তব্য শেষে ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।