
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে গত ২৭ ফেব্রুয়ারী কোন প্রকার অপ্রীতিকর ও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট প্রার্থী জামায়াতের কেন্দ্রিয় সুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাবউদ্দীন মোল্লা (দোয়াত কলম) ৬৬হাজার ৯০ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম পতিদ্বন্দ্বি আওয়ামী লীগের জেলা বন ও পরিবেশ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক (আনারস) ৫৯হাজার ৮২৪ভোট পেয়েছেন। পুরুষ ভাইস্ চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট প্রার্থী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. নুর আলম সরকার দুলু (চশমা) ৬৮হাজার ১শ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহাজোটের প্রার্থী বর্তমান ভাইস্ চেয়ারম্যান আবু হান্নান মো. সাদেক ছোটন (তালা) ৪৩হাজার ৭১৮ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তরুবালা রায় (কলস) ৫১হাজার ৯৭৭ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. রাশেদা আলম রুনু (ফুটবল) ৪৭হাজার ৪ ভোট পেয়েছেন। নির্বাচনে ১লাখ ৯১হাজার ৭৬৯জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৩০হাজার ৬৪০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।