শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে আসামী ধরতে গিয়ে পুলিশ আহত

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে আসামী ধরতে গিয়ে আসামী পক্ষের লোকজনের হামলায় আব্দুর রহমান (২৯) নামে এক এএসআই আহত হয়েছে। এ ঘটনাটি গত ২২ নভেম্বর শনিবার আনুমানিক দুপুর ১২টার সময় উপজেলার পুনট্টি ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটে।

এলাকাবাসী জানায়, আমবাড়ী বাসষ্ট্যান্ডের বিসমিল্লাহ হোটেলে এএসআই আব্দুর রহমান ও কনষ্টেবল আনোয়ার হোসেন দৌলতপুর গ্রামের একাধিক মামলার আসামী মমতাজ মোল্লার ছেলে সন্ত্রাসী সম্রাট (২৭) কে আটক করে। এ সময় সম্রাটকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় আসামী পক্ষের লোকজন।

পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটি বিয়ে বাড়িতে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে আসামী ধরতে গিয়ে হামলার ঘটনার কথা লোক মুখে শুনেছি।

এএসআই আব্দুর রহমান জানান, দৌলতপুর গ্রামে একাধিক মামলার আসামী সম্রাটকে ধরতে গেলে সে পুলিশের উপস্থিতি টের পায় এবং ধানক্ষেত দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে । এ সময় তাকে ধরার জন্য ধাওয়া দিলে পড়ে গিয়ে আহত হই।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা রওশন মোসত্মফা সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে, ফোন রিসিভ করে সাংবাদিক জানার পর স্যার ব্যস্ত আছে। এ বিষয়ে এখন কথা বলতে পারবেন না বলে ফোনটি কেটে দেন।

 

Spread the love