
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নশরতপুর ইউপি চেয়ারম্যাননেলসন ম্যান্ডেলা মেমোরিয়াল পিস এ্যাওয়ার্ড লাভ করেছেন। গত ২১শে জুলাই জাতীয় গণ গ্রন্থাগারে বর্ণবাদ ও অহিংস নেতা নেলসন ম্যান্ডেলা এবং আগামী বিশ্ব শীর্ষক আলোচনা সভা ও নেলসন ম্যান্ডেলা মেমোরিয়াল পিস এ্যাওয়ার্ড ২০১৪ইং প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভাপতিত্ব করেন নেলসন ম্যান্ডেলা রিসার্চ সেন্টারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ করিম বিদ্যুৎ চৌধুরী এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সমাজসেবায় অবদানের জন্য সফলতার স্বীকৃতিস্বরুপ চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়নকে প্রধান অতিথি নেলসন ম্যান্ডেলা মেমোরিয়াল পিস এ্যাওয়ার্ড প্রদান করেন।