মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনকে মারধর

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনকে মারধর করে আহত করা হয়েছে।

গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় সাইতাড়া ইউনিয়নের অকড়াবাড়ীহাট নামক স্থানে নিজ ফ্লাটে পারিবারিক ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে ছোট ভাই মোস্তাফিজার রহমান বড় ভাই ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনকে মারধর করলে চেয়ারম্যানের কান্না জড়িত কন্ঠে সংবাদ পেয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। আহত ইউপি চেয়ারম্যান চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Spread the love