
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (প্রতিনিধি) দিনাজপুরঃ
মুসলমানদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব ঈদুল ফিতর ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত দিনাজপুরের চিরিরবন্দরে ঈদের বাজারে তেমন বেচাকেনার প্রভাব না পড়ায় কাপড় পাদুকাসহ বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রীর দোকানদারদের মধ্যে হতাশা নেমে এসেছে। মঙ্গলবার উপজেলার ব্যস্ততম ব্যবসা কেন্দ্র ঘুঘুরাতলী মোড়ের বেশ কয়েকটি মার্কেটের বিপনী বিতানের মালিকরা জানান, অন্যান্য বছরে তাদের কাপড় ও জুতার দোকানে রমজানের ১০ দিন পার হতে না হতেই ঈদের কেনাকাটা শুরু হতো এবার ঈদের বাকী আর মাত্র কয়েক দিন। সকাল থেকে এখন পর্যন্ত ৩০ জন ক্রেতাও আসেনি ঈদের কেনাকাটা করতে। তারা আরও জানান, ঈদ উপলক্ষে ব্যাংক থেকে ঋন ও পাইকারী বিক্রেতাদের কাছ থেকে মালামাল বাকী নিয়ে দোকান সাজানো হয়েছে। যদি ঈদের আগে এসব মালামাল বিক্রি না হয় তাহলে তাদের লোকসানের হিসাব কষতে হবে। ঈদ মার্কেট করতে আসা কিছু ক্রেতার সাথে কথা বলে জানা যায়, চিরিরবন্দরের অধিকাংশ লোক কৃষিজীবি, এ বছর বাজারে ধানের দাম না থাকায় অনেকে ঈদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেনা। তাছাড়া চিরিরবন্দর উপজেলা বাজারটি দিনাজপুর শহরের নিকটতম বাজার হওয়ায় মধ্যবিত্ত ও চাকুরে ক্রেতারা শহরে গিয়ে ঈদের বাজার করছে। তাই এখানে এখন পর্যন্ত ঈদের কেনাকাট জমে উঠেনি।