দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারের ২ ঘন্টার মাথায় থানা হতে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচন পুর্ব সহিংসতায় চিরিরবন্দর হাজির মোড়ে পুলিশের এক কর্মকর্তার মাথা থেতলে দেয়াসহ অগ্নিসংযোগ মামলার জি,আর-৬৬ নং আসামী উপজেলার দক্ষিন পলাশবাড়ী গ্রামের ময়েশার দিঘীর পাড়ার মনজের আলীর পুত্র ফারুক হোসেন (২২) কে গত ২৫ জুন শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে বাড়ী হতে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ায় ২ ঘন্টার মাথায় ছেড়ে দেয়া হয়। ফারুকের বাবা ও পরিবারের লোকজন জানান, গভীর রাতে একদল পুলিশ আমার বাসায় প্রাচীর টপকিয়ে প্রবেশ করে আমার পুত্র ফারুককে ধরে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সেকেন্দার আলী জানান, ওয়ারেন্টভুক্ত আসামীর তালিকায় থাকার কারনে আমি রাতে সঙ্গীয় ফোর্সসহ ফারুককে গ্রেফতার করি। তবে ছেড়ে দেয়ার ব্যাপারে আমার উর্দ্ধতন কর্মকর্তা ভালো জানেন। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ফারুক ওয়ারেন্টভুক্ত আসামী তবে গতরাতে তাকে আটক করার কথা অস্বীকার করেন।