
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমনক্ষেতে দিগন্ত ছোঁয়া সোনা রং লেগেছে। আর ক’দিন পরই পুরোমাত্রায় শুরু হবে আমন ধান কাঁটা মাড়াইয়ের কাজ। ধান কাটার জন্য প্রয়োজন কাস্তে। তাই উপজেলার কামারশিল্পীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন কাস্তে তৈরিতে। রাণীরবন্দর, আলোকডিহি, ফতেজংপুর, বিন্যাকুড়ি, অকড়াবাড়ি, ভূষিরবন্দর, বেলতলীবাজার, আকতারের বাজার এলাকার কামারশালাগুলোতে এখন মহাব্যস্ততা। গ্রামাঞ্চলের বিভিন্ন হাট-বাজারের কামারশালাগুলোতে এখন হাঁতুড়ি পেটানোর খটখট এবং হাপোরের ফুঁসফুঁস শব্দ। বিরামহীনভাবে এসব শব্দ শোনা যাচ্ছে। চলবে আরো বেশ কিছুদিন। কেননা আমনক্ষেতে এখন সোনা রং লেগেছে। ধান কাঁটার জন্য কাস্তে তৈরি করতে কামারশালাগুলোতে এ ব্যস্ততা। আমন মৌসুমে ধান কাঁটতে একজন শ্রমিক ২/৩টি কাস্তে ব্যবহার করেন। তাই তারা কামারশালাগুলোতে নিজের পছন্দসই কাস্তে কিনতে ভিড় করছেন। প্রতিটি কাস্তের পাইকারী মুল্য ২২/২৬ টাকা। দোকানদাররা তা ক্রয় করে ৩০/৩৫ টাকায় বিক্রি করছেন। নশরতপুরের দেউরীপাড়ার আশীষ কুমার রায় জানান, আমন ধান কাঁটার মৌসুম শুরু হওয়ায় এখন কাস্তে তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। প্রতিনিয়ত ২০ থেকে ৩০টি কাস্তে তৈরি করতে পারেন। সবগুলোই বিক্রি হয়ে যায়। প্রতিটি কাস্তে ৩৫/৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়। বেলতলীবাজারের স্বপন কর্মকার জানান, প্রতিটি পাতের ও লোহার তৈরি কাস্তে যথাক্রমে ৪০ /৫০টাকা মূল্যে বিক্রি করছি। আমরা সারাদিনে অন্তত ১শ’ থেকে ১শ ৫০টি কাস্তে তৈরি করতে পারি। সবগুলোই প্রতিদিন বিক্রি হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক কাস্তে বিক্রেতা জানান, আমন মৌসুম শুরু হওয়ায় কাস্তের চাহিদা বেড়েছে। প্রতিদিন তিনি ৪০/৫০টি কাস্তে বিক্রি করেন। প্রতিটি কাস্তে ৩৫/৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা তিনি কামারদের নিকট থেকে ২২/২৬ টাকায় কিনেছেন।