
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই)’র আওতায় পল্লী অঞ্চলের অবহেলিত নারীদের জীবন মানোন্নয়নে ১৪ দিনব্যাপি কারুচুপি প্রশিক্ষণ গত ২ ডিসেম্বর মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এর আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং সহযোগিতা করে কাম টু সেভ (সিটিএস) নামক এনজিও। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেগম নাসরিন জাহান, ইউপি চেয়ারম্যান সূনীল কুমার সাহাসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রকাশ যে, গত ১৯ নভেম্বর ওই প্রশিক্ষণ শুরু হয়।