
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে গত ১৯ নভেম্বর বুধবার সকাল ১১টায় ১৪দিনব্যাপি কারুচুপি বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। ইউনিয়ন পরিষদ ও কাম টু সেভ (সিটিএস)’র সহযোগিতায় এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস্ টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) আওতায় কারুচুপি বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বাবু সুনিল কুমার সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেগম নাসরিন জাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওএফএম মোরশেদ উল আলম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, প্রশিক্ষণার্থী জয়ন্তী রায়, বাসন্তী টুডু প্রমূখ। অনুষ্ঠানে প্রশিক্ষক শাপলা পাল এবং ৪০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।