
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুল শাখার জরুরী সভা গতকাল মঙ্গলবার দুপুরে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম প্রমূখ। সভায় জেলা শাখার সদস্য মো. লুৎফুর রহমান, ডা. মো. আব্দুল বাকী, মো. তোজাম্মেল হক, মো. সুরত আলী, মো. আব্দুল আলী, মো. আলী রেজা, মাওঃ মো. হবিবর রহমানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় মুক্তিযোদ্ধা দল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়াকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনিত করায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। পাশাপাশি অতিদ্রুত সবার কাছে গ্রহনযোগ্য দিনাজপুর জেলা বিএনপির কমিটির গঠনের জন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি অনুরোধ জানান।