
মো. দেলোয়ার হোসেন বাদশা ॥ দিনাজপুরের চিরিরববন্দরে গণপিটুনিতে মোঃ আজিজুল ইসলাম কালা (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ মাহবুব (৪০) নামে আরও এক ডাকাত আহত হয়েছেন।
নিহত আজিজুল ইসলাম চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের আলোকডিহি গ্রামের মোঃ ফজ মিয়ার ছেলে। আহত মাহবুব নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার জাহানাবাদ গ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে।
বুধবার রাত ১২টায় উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইউসুফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু হায়দার লিটন জানান, বুধবার গভীর রাতে একদল ডাকাত ইউসুফপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী তাদের ঘেরাও করে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাত দল পালিয়ে যাবার সময়ে জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত হয় এবং একজন আহত হয়।
চিরিরবন্দর থাানার ওসি মোঃ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে নিহত ডাকাত মোঃ আজিজুল ইসলাম কালার লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে এবং আহত ডাকাত মোঃ মাহাবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আজিজুল আন্তঃ জেলা কুখ্যাত ডাকাত দলের সর্দার। তার নামে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।