মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরের পল্লীতে বাড়ির ইটের প্রাচীর কেঁটে গরু চুরি হয়েছে। এ চুরির ঘটনাটি গত ২৬ নভেম্বর বুধবার দিবাগত রাতে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার মাষ্টারপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক নন্দীশ্বর দাসের বাড়িতে ঘটেছে। চোরেরা বাড়ির ইটের প্রাচীর কেঁটে ভিতরে প্রবেশ করে ৪টি গরু চুরি করে চম্পট দেয়। গৃহকর্তা নন্দীশ্বর দাস ভোরে এ ঘটনা টের পান। গরুগুলোর মূল্য অন্তত ৭০ হাজার টাকা। একই রাতে নশরতপুর গ্রামের ডাঙ্গাপাড়ার শমসের আলী ওরফে হুলুর একটি রিক্সা-ভ্যান রাণীরবন্দর সুইহারীবাজার বাস ষ্টান্ড থেকে চুরি হয়।