সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। এ আত্মহত্যার ঘটনাটি গত ৪ জুলাই সোমবার বিকেল ৫টায় উপজেলার জোত সাতনালা গ্রামের শিববাড়ির তাড়া সাঁকোরপাড় নামকস্থানে ঘটেছে। এসময় ওই এলাকার ৮ সন্তানের জনক বৃদ্ধ আফছার আলী (৬৫) তার নিজ বাড়িতে শয়নকক্ষে বাঁশের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। ওই এলাকার আলম নামে এক ব্যক্তি জানান, তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।