সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে গাঁজাসেবনে বাঁধা দেয়ায় অধ্যক্ষকে মারপিট, মামলা দায়ের আটক-২

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে কলেজের শ্রেণিকক্ষে বসে গাঁজাসেবনে বাঁধা দেয়ার ঘটনায় অধ্যক্ষকে বেদম মারপিট ও প্রাণনাশের ঘটনায় জনতা দু’জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

জানা গেছে, গত ৩ নভেম্বর সোমবার দুপুর ১২টায় থানাপাড়ার জয়নাল মুহুরীর ছেলে জুয়েল ও খয়বর রহমানের ছেলে রফিকুল কারেন্টহাট ডিগ্রি কলেজের একটি শ্রেণিকক্ষে বসে গাঁজাসেবন করছিল। সাধারণ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ মো. জালালউদ্দিন মজুমদারকে এ অভিযোগ করলে, অধ্যক্ষ গাঁজাসেবীদের অফিসে ডেকে আনেন এবং কান ধরে ওঠবোস করান। এরপর তাদেরকে নাস্তা খাইয়ে দেন এবং গাঁজাসেবনে নিষেধ করেন। এসময় গাঁজাসেবীরা দম্ভোক্তি করে অধ্যক্ষকে বলেন, হরতালে কলেজ খোলা কেন? হরতালে কলেজ খোলা ধাকবে না। এদিন কলেজে গাঁজাসেবনের দিন। শুধু তাই নয়- তারা অধ্যক্ষকে প্রাণনাশের হুমকিও প্রদান করেন। এসময় তারা কলেজ থেকে বের হয়ে অন্যান্য গাঁজাসেবীদের ডেকে সমবেত হতে থাকেন। দুপুর আনুমানিক ১টায় ৭/৮জনের একটি গাঁজাসেবীদল উপজেলার গার্মেন্টস বাজারের পশ্চিম পার্শ্বে বেলতলী নামকস্থানে অধ্যক্ষের মটর সাইকেলের গতিরোধে আটক করে তাঁকে বেদম মারপিট এবং নগদ টাকাসহ মুঠোফোন ছিনিয়ে নেন। এসময় স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন এবং থানাপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে এনামুল হক ওরফে চান্দু (২৬) ও জাকির হোসেনের ছেলে মানিক (২০) নামে দু’জনকে আটক করেন। ধৃতদের জনতা গণপিটনী দিয়ে থানা পুলিশে সোর্পদ করেন। এসময় অধ্যক্ষ মটর সাইকেল যোগে দিনাজপুর শহরের বাসায় ফিরছিলেন। এ ঘটনায় অধ্যক্ষ মো. জালালউদ্দিন মজুমদার বাদি হয়ে ৭ জনকে আসামী করে থানায় একটি মামলা (যার নং ২) দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মো. রওশন মোস্তফা পিপিএম বার জানান, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনা করো কাম্য নয়। তবে অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Spread the love