সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে প্রকৌশলী

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ॥ শ্রম অনুযায়ী কাঙ্খিত বেতন না পাওয়ায় প্রকৌশলীর চাকরি ছেড়ে দিয়ে নিজ বাড়িতেই কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করে সফল হয়েছেন নাঈম। উৎপাদিত সার নিজের কৃষিকাজে ব্যবহারের পর অতিরিক্ত সার বিক্রি করে প্রতিমাসে ২০-২৫ হাজার টাকা আয় করছেন। আবার কেঁচো বিক্রি করেও প্রতিমাসে ৮-১০ হাজার টাকা আয় করেছেন। কিছুদিনের মধ্যেই তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এখন প্রতিমাসে কেঁচো সার ও কেঁচো বিক্রি করে ৩৫-৪০ হাজার টাকা আয় করে সবার অনুকরণীয় হয়ে উঠেছেন নাঈম হুদা। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউপির বৈকুণ্ঠপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
নাঈম হুদা ২০১৬ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক শেষ করেন। চাকুরি নেন বেসরকারি প্রতিষ্ঠান উত্তরা ইপিজেডে। চাকরি করার সময় অনুধাবন করেন, এখানে যে সময় আর শ্রম দিতে হচ্ছে, সে অনুযায়ী বেতন পাচ্ছেন না। সিদ্ধান্ত নেন চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদনের। ২০১৯ সালে বাড়িতে কমলা, মাল্টা ও মিশ্র ফলের বাগান করেন। পুকুরে শুরু করেন মাছ চাষ। ফলের বাগানে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের প্রয়োজন হয়। তখন কৃষি অফিসের পরামর্শক্রমে দুই শতক জমিতে কেঁচো সারের একটা প্রজেক্ট করেন। এতেই তার ভাগ্য ফিরে যায়।
নাঈম হুদা বলেন, কেঁচো খামারে ভালো মুনাফা আসায় আমি এই সার ও কেঁচো নিয়ে গবেষণা শুরু করি। দেশে সাধারণত চেম্বার ও রিং পদ্ধতিতে কেঁচো কম্পোস্ট সার তৈরি হয়। আমি দেশে প্রথম ক্যারেট পদ্ধতিতে কেঁচো কম্পোস্ট সার তৈরি করছি। হাউস ও রিং থেকে ট্রেতে এই সার উৎপাদন শুরু করেছি। এখন বস্তার মধ্যেও শুরু করেছি কেঁচো সার উৎপাদন। ফলও ভালো পাচ্ছি। এখন ৬ শতক জমিতে কেঁচো সারের খামার সম্প্রসারণ করেছেন। খামারে প্রতিমাসে ৪-৫ টন কেঁচো সার উৎপাদিত হয়। প্রতিটন সার ১২ হাজার টাকায় বিক্রি করছেন। আর খুচরা প্রতিকেজি সার ১৬-১৮ টাকা দরে বিক্রি করছেন। অনেক বেকার যুবক তার কাছ থেকে কেঁচো নিয়ে বাড়িতে ক্ষুদ্র পরিসরে কেঁচো সার উৎপাদন করছেন।
বৈকুণ্ঠপুর গ্রামের কৃষক শাকিল ইসলাম বলেন, নাঈমের নিকট থেকে জৈব সার নিয়ে কলা বাগান, লালশাক ক্ষেতে দেয়ায় ফলন ভালো হয়েছে। এ জৈব সার ব্যবহার করায় রাসায়নিক সারের চেয়ে খরচ অনেক কম হয়েছে।
তেঁতুলিয়া গ্রামের কৃষক হযরত আলী বলেন,নাঈমের সার কিনে সবজি ক্ষেতে দিয়েছি। সবজি ক্ষেতে জৈব সার ব্যবহারে সবজিরও ফলন ভালো হয়েছে এবং খরচও কম হয়েছে।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, উপজেলায় এনএটিপি প্রকল্পের আওতায় কয়েকটি ভার্মি কম্পোস্ট প্রকল্প চালু করেছি। নাঈম হুদা উদ্যোক্তা হিসেবে অত্যন্ত ভালো করছেন। তিনি ইতিমধ্যে সার ও কেঁচো বিক্রি করে নিজের ভালো অবস্থা তৈরি করেছেন।

Spread the love